মোঃ জুম্মান হোসেন :
যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি বিশেষ অভিযানিক টিম যাত্রীবাহী বাস তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করেছে। এ সময় অবৈধভাবে মদ বহনের অভিযোগে আসিফ হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়া শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপনে খবর পান ,ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৫৯) বিপুল পরিমাণ মদ যশোরে আনা হচ্ছে। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে তাদের একটি টিম যশোর–মাগুরা সড়কের ইছালী রাজাপুর গ্রামের একটি মাদরাসার সামনে অবস্থান নেয় এবং সন্দেহভাজন বাসটি থামায়।
পরে বাসে তল্লাশি চালিয়ে বি-১ নম্বর সিটে বসা আসিফ হাসানকে আটক করা হয়। তার কাছে থাকা এবং পায়ের নিচে রাখা তিনটি স্কুলব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করে অধিদপ্তর।
ঘটনাটি নিশ্চিত করে পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, “দীর্ঘদিন ধরে এই রুটে মাদক পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
উল্লেখ্য, এর মাত্র ১৫ দিন আগে একই অধিদপ্তরের টিম ২৫৬ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছিল। সে সময় প্রাইভেটকার চালককে আটক করা হয়। পুনরায় বাস তল্লাশিতে মদসহ আসিফ হাসান আটক হওয়ায় মাদক চোরাচালানকারীদের নতুন কৌশল ব্যবহারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানান কর্মকর্তারা।





