বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি, সমাবেশ ও পিঠা উৎসব

একরামুল হক ( পানছড়ি প্রতিনিধি ) :
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মহিলা সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ নভেম্বর, সকাল ১১ টা থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সহিংসতা দিনদিন বাড়ছে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সাহসিকতার সাথে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ করা ও ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা সমাজ পরিবর্তনের অন্যতম পূর্বশর্ত। বক্তারা নারী ও কন্যার জন্য নিরাপদ ডিজিটাল স্পেস গড়ে তোলার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, থানা প্রতিনিধি এসআই সত্যানন্দ বৈদ্য, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাফর উল্লাহ, তথ্য ও প্রযুক্তি প্রোগ্রামার বাবলী খীসা, তথ্য আপা অন্তরা চাকমা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা , পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রাশেদুজ্জামান অলি, ও সমাজসেবা কর্মকর্তা দ্বীপায়ন চাকমা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনসহ আমন্ত্রিত অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
দিনব্যাপী পিঠা উৎসবে পশ্চিম শান্তিপুর মহিলা কল্যাণ সমিতি উল্টাছড়ি। দুর্গা হারুবিল মহিলা কল্যাণ সমিতি, চেঙ্গী। হেডম্যানটিলা মহিলা কল্যাণ সমিতি,সদর। মঞ্জু আদাম মহিলা কল্যাণ সমিতি, সদর। বাউরাপাড়া সচেতন মহিলা কল্যাণ সমিতি, উল্টাছড়ি।পুজগাং  মহিলা কল্যাণ সমিতি, চেঙ্গী।উল্টাছড়ি মহিলা  কল্যাণ সমিতি, চেঙ্গী।নীলমনি হেডম্যান পাড়া মহিলা কল্যাণ সমিতি, চেঙ্গী। মহিলা কল্যাণ সমিতি অংশ নেয়। পিঠা উৎসবকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
শেয়ার করুন