দীর্ঘদিন যাবৎ দ্রুত ফাইল আদান–প্রদানের ক্ষেত্রে আইফোন ব্যবহারকারীদের জন্য এয়ারড্রপ ছিল বিশেষ সুবিধা। অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে কুইক শেয়ার থাকলেও দুই ইকোসিস্টেমের মধ্যে ফাইল স্থানান্তরের ক্ষেত্রে সবসময়ই নানা সীমাবদ্ধতা ও জটিলতা দেখা যেত। এবার সেই বাধা দূর করল গুগল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে—এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে সরাসরি আইফোন, আইপ্যাড বা ম্যাক ডিভাইসে এয়ারড্রপের মাধ্যমে ফাইল পাঠানো যাবে। প্রথমে এই ফিচারটি পাওয়া যাবে পিক্সেল ১০ সিরিজে, পরে ধীরে ধীরে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও এটি চালু করা হবে।
অনেকের ধারণা ছিল গুগল ও অ্যাপল যৌথভাবে এমন সুবিধা চালু করছে। তবে গুগল নিশ্চিত করেছে—এ প্রযুক্তি সম্পূর্ণ তাদেরই উন্নয়ন; অ্যাপলের কোনো সহায়তা এতে যুক্ত নেই। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, এটি কোনো বিকল্প কৌশল নয়; পুরো ব্যবস্থাটি তারা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করেছে। ভবিষ্যতে অ্যাপল আগ্রহ দেখালে সহযোগিতার সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে।
পিক্সেল ১০ ব্যবহারকারী যদি কোনো আইফোনে ফাইল পাঠাতে চান প্রথমে আইফোনে এয়ারড্রপের ‘Everyone’ মোড সক্রিয় করতে হবে।
এরপর পিক্সেলের কুইক শেয়ার চালু করলে আইফোনটি তালিকায় দেখা যাবে। সেখান থেকেই ছবি, ভিডিও বা যেকোনো নথি পাঠানো যাবে।
একই পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীও আইফোনের পাঠানো ফাইল গ্রহণ করতে পারবেন।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ উঠলে গুগল আশ্বস্ত করে জানায়—এই প্রক্রিয়ায় কোনো ধরনের ঝুঁকি নেই। ডিভাইস দুটির মধ্যে সরাসরি সংযোগ ব্যবহার করা হয়, ফলে কোনো তথ্য বাইরে সংরক্ষিত হয় না কিংবা নজরদারির সুযোগ তৈরি হয় না। তারা জানায়, পুরো সিস্টেমটি বহুস্তরীয় যাচাই ও পরীক্ষা শেষে চালু করা হয়েছে।





