বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন স্বল্পমেয়াদি স্ট্যাটাস ফিচার চালু করতে যাচ্ছে, যা ইনস্টাগ্রামের নোটসের মতো কাজ করবে। ব্যবহারকারীরা ছোট টেক্সট বা বার্তার আকারে আপডেট শেয়ার করতে পারবেন, যা তাদের কনট্যাক্ট লিস্টের অন্যান্য ব্যবহারকারীদের কাছে দেখা যাবে। নতুন ফিচারের নাম রাখা হয়েছে ‘অ্যাবাউট’।

হোয়াটসঅ্যাপের প্রথমদিকে ‘অ্যাবাউট’ ফিচারটি ছিল এবং নিরাপত্তা ও প্রাইভেসি বাড়ানোর পর এটি এখন আধুনিক রূপে ফিরছে। এই ছোট আপডেটগুলো ব্যবহারকারীর চ্যাট উইন্ডোতে এবং প্রোফাইলেও দেখা যাবে। এছাড়া ব্যবহারকারীরা সরাসরি চ্যাট থেকে অ্যাবাউট স্ট্যাটাসে ট্যাপ করে রিপ্লাই দেওয়ার সুবিধাও পাবেন।

অ্যাবাউট স্ট্যাটাস ইনস্টাগ্রামের নোটসের মতো ২৪ ঘণ্টা পরে স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। এছাড়া ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময় নির্ধারণের জন্য টাইমার সেট করতে পারবেন। গোপনীয়তার নিয়ন্ত্রণের জন্যও আলাদা সেটিংস থাকবে। তবে শুরুতে এটি ইনস্টাগ্রাম নোটসের মতো সমৃদ্ধ হবে না; বর্তমানে শুধুমাত্র টেক্সট আপডেট দেওয়া যাবে। ভবিষ্যতে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী মাল্টিমিডিয়া ফিচার যুক্ত করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে মেটা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে সব মোবাইল ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে শুরু করবে। এর আগে তারা প্রোফাইল ছবির ওপরে কভার ফটো যোগ করার ফিচারের ঘোষণা দিয়েছে, যা ব্যবহারকারী গ্যালারি থেকে ছবি বেছে নিয়ে কভার হিসেবে সেট করতে পারবেন। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক ধাপে রয়েছে।

শেয়ার করুন