বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজমেরী হক বাঁধন বললেন, “প্রেম সুন্দর, খুব শীঘ্রই সবাইকে জানাবো”

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি জানিয়েছেন, তিনি বর্তমানে একটি প্রেমের সম্পর্কে যুক্ত আছেন এবং খুব শীঘ্রই সেই সম্পর্ক প্রকাশ্যে আনবেন।

মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে প্রায় ১১ বছর আগে বিচ্ছেদ ঘটে বাঁধনের। এই অভিনেত্রীর একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর বহুবার বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেও তিনি আর কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি।

এরপরও বাঁধন কিছুদিন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। চার বছরের সম্পর্ক গত বছরের শুরুতে ভেঙে যায়, যা তাকে মানসিকভাবে প্রভাবিত করে। সেই বছর জুলাই গণ-অভ্যুত্থান এবং দেশের সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে বাঁধনের জীবন ছিল বেশ চ্যালেঞ্জিং।

মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বাঁধন বলেন, “জুলাই আন্দোলনের পর এবং ব্যক্তিগত জীবনের বিচ্ছেদ—সব মিলিয়ে আমার জীবনের এক অন্য রকম অধ্যায় ছিল।”

বর্তমানে তিনি মিরপুরে তার মা-বাবার সঙ্গে মেয়েকে নিয়ে থাকছেন। পরিবার তার বিয়ে নিয়ে কোনো চাপ দেয় না। বাঁধন জানান, অতীতের সম্পর্কহীনতা এবং বিচ্ছেদের কারণে কিছুটা আঘাত পেয়েও, এখন জীবনের সুখী সময় কাটাচ্ছেন।

তিনি আরও বলেন, “আমি এখন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় উপভোগ করছি। কাজ, পরিবার এবং সন্তান—সব মিলিয়ে একটা আনন্দময় জীবন চলছে। আমার পরিবারের সঙ্গে সম্পর্কও খুব ঘনিষ্ঠ এবং সুন্দর।”

বাঁধন জানান, তিনি নতুন করে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং খুব শিগ্রই সেই বিষয় প্রকাশ করবেন। তিনি বলেন, “আমি এখন নতুনভাবে প্রেম উপভোগ করছি এবং চাই এই সম্পর্ককে যত্নের সঙ্গে এগিয়ে নিতে। শীঘ্রই সবাইকে জানাব।”

শেয়ার করুন