আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদের পক্ষে ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এবং এনায়েতনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাবতলি এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর-২০২৫, শনিবার বিকালে উত্তর মাসদাইর জামে মসজিদ থেকে গণসংযোগ শুরু করে নতুন বাজার, শিকদার বাজার, খানকা এলাকা, প্রাইমারি স্কুল, গাবতলী কেন্দ্রীয় মসজিদ হয়ে মাসদাইর কবরস্থানের সামনে এসে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি আব্দুল করীম মিন্টু, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, সদর থানা যুব সম্পাদক তানভীর শিকদার, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরাইরা, গাবতলী শাখা সভাপতি আবু সাঈদ, দারুল হুদা মাদ্রাসা শাখা সভাপতি নাজিম হাসান স্বপ্ন, ফরহাদ হোসাইন লিটন, প্রমুখ।





