বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছোট খুদে রোবট কোষে কোষে পৌঁছে দেবে ওষুধ, রোগ সারবে ব্যথাহীনভাবে

ছোট ছোট রোবট এখন ওষুধের বোঝা নিয়ে শরীরের কোষ-প্রতি কোষে পৌঁছাবে। যেখানে প্রয়োজন, সেখানেই তারা ওষুধ ছুঁড়ে দেবে। রোগ সারাতে বিজ্ঞানীরা নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন। চামড়া কেটে ছুরি চালানোর ঝুঁকি আর থাকবে না। রোগীর জন্য যন্ত্রণা বহন করাও আর বাধ্যতামূলক হবে না। শরীরের নির্দিষ্ট অংশে শুধু সেই জায়গার জন্য ওষুধ পৌঁছে দেওয়ার সক্ষমতা এখন এই রোবটের আছে।

ছোট রোবট ওষুধ ভর্তি পিঠ নিয়ে কোষ থেকে কোষে অগ্রসর হবে। প্রয়োজনীয় স্থানে পৌঁছে গিয়ে ওষুধ নির্ভুলভাবে ছুড়ে দেবে। নতুন এই চিকিৎসা পদ্ধতি ‘দ্য নেচার’ ও ‘সায়েন্স অ্যাডভান্সেস’ নামক গবেষণাপত্রে বর্ণনা করা হয়েছে। গবেষণার কাজটি করছেন ইউনিভার্সিটি অফ মিশিগান ও অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে তারা খুদে রোবট ব্যবহার করে ‘ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ’ বা অন্ত্রের প্রদাহজনিত রোগের চিকিৎসা পরীক্ষা করছেন।

এ পর্যন্ত শূকরের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। শূকরের অন্ত্রে রোবট পাঠিয়ে দেখা হচ্ছে, তারা কতটা সঠিকভাবে লক্ষ্যস্থলে ওষুধ পৌঁছে দিতে পারে। রোবটগুলো চালিত হবে রিমোট কন্ট্রোলে। তাদের দুটি পিঠ থাকবে। একপিঠে থাকবে জেলজাতীয় ধারণক্ষমতা, যেখানে ওষুধ রাখা হবে। অন্য পিঠে থাকবে চুম্বক, যা রোবটকে পথ দেখাবে এবং বাইরের সঙ্গে যোগাযোগ রাখতেও সাহায্য করবে।

মানুষের শরীরে এই রোবট ব্যবহার করতে হলে ক্যাথিটার ব্যবহার করতে হবে। গবেষকেরা জানাচ্ছেন, যদি রোবটের পিঠে ওষুধ ভর্তি করে ক্যাথিটার মাধ্যমে শরীরে পাঠানো হয়, তারা নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছাবে। নির্দিষ্ট স্থানে গিয়ে ওষুধ ভর্তি জেল গলিয়ে দেবে এবং কাজ শেষ হলে আবার ক্যাথিটারের দিকে ফিরে আসবে। এরপর গবেষকেরা রোবটগুলো সংগ্রহ করবেন।

শেয়ার করুন