সোমবার (১০ নভেম্বর) বিকেলে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের পদ্ধতি নিয়ে দূতাবাস ও মিশন অফিসের কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন সভায় এ তথ্য জানান।
সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রবাসীদের উদ্দেশে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “নিবন্ধনের সময় সঠিক তথ্য এবং ঠিকানা প্রদান অত্যন্ত জরুরি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের পর দ্রুততম সময়ে ভোট প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না।”
দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনাদের মাধ্যমে আমরা প্রবাসীদের কাছে পৌঁছাই। অনুরোধ, কমিউনিটিতে এই তথ্যটি পৌঁছে দিন।” তিনি উল্লেখ করেন, ১৮ নভেম্বর একটি নতুন অ্যাপ চালু হবে। প্রবাসীরা অ্যাপটি ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন।
প্রবাসী ভোটগ্রহণে বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রক্রিয়াটি নতুন হওয়ায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। সাধারণত প্রবাসীদের ভোটিং প্রক্রিয়ায় দীর্ঘ প্রশিক্ষণ প্রয়োজন, কিন্তু প্রত্যাশা পূরণের জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিতে গিয়ে সেই সময় সীমিত ছিল। সবাইকে সহযোগিতা করতে হবে এবং ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে হবে।”
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং এ জন্য ডিসেম্বরেই তফসিল ঘোষণা করা হবে।





