বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজার স্থিতিশীলতা বাহিনীতে যোগদানে অনিচ্ছুক সংযুক্ত আরব আমিরাত

মার্কিন প্রস্তাবনা অনুযায়ী গাজার জন্য গঠন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগদানে আপত্তি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবিত বাহিনীর গঠনতন্ত্র এখনও স্পষ্ট নয় বলে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আবুধাবিতে আয়োজিত এক সম্মেলনে প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, প্রস্তাবিত বাহিনীর কোনও স্পষ্ট কাঠামো দেখতে পাচ্ছে না সংযুক্ত আরব আমিরাত। এমন পরিস্থিতিতে আমাদের এখানে যোগদানের সম্ভাবনা খুবই কম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সামগ্রিক যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে গাজার নিরাপত্তায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলা হয়েছে। পরিকল্পনাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে আন্তর্জাতিক আইনে রূপ দেওয়ার উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন।

ট্রাম্পের দাবি, বহু দেশ ইতোমধ্যেই প্রস্তাবিত বাহিনীতে সেনা পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, যারা প্রয়োজনে হামাসের মোকাবিলা করবে।

তবে একান্ত বৈঠকে আরব কূটনীতিকদের বক্তব্য বিপরীত চিত্র তুলে ধরে। তারা বলছেন, বাস্তবে অনেক দেশই ওই বাহিনীতে যোগদানে অনিচ্ছুক। কারণ এতে অংশ নিলে হামাসের সঙ্গে তাদের সংঘাতে জড়ানোর আশঙ্কা রয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের অস্ত্রত্যাগের শর্ত থাকলেও নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করে যাচ্ছে গোষ্ঠীটি।

শেয়ার করুন