বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শারাকে হত্যায় আইএসের দুটি পরিকল্পনা নস্যাতের দাবি সিরিয়ার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর দুটি ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করেছে দামেস্ক। দেশটির দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

একজন জ্যেষ্ঠ সিরীয় গোয়েন্দা কর্মকর্তা ও মধ্যপ্রাচ্যের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গত কয়েক মাসে দুটি হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। তাদের মতে, দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে ক্ষমতা সংহত করার চেষ্টার মধ্যেই এই হুমকির মুখে পড়েছেন শারা।

সূত্র জানায়, একটি হামলার পরিকল্পনা শারার আগাম ঘোষিত এক সরকারি অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আইএসের এসব পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছে এমন এক সময়ে, যখন সিরিয়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক আইএসবিরোধী জোটে যোগ দিতে যাচ্ছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে শারা প্রথমবারের মতো হোয়াইট হাউজ সফর করবেন। এটি হবে কোনও সিরিয়ান রাষ্ট্রপ্রধানের যুক্তরাষ্ট্র সফরের প্রথম ঘটনা।

গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থি বিদ্রোহী বাহিনী নিয়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের পর ক্ষমতায় আসেন শারা। তিনি নিজেকে মধ্যপন্থি নেতা হিসেবে উপস্থাপন করতে সচেষ্ট এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে সিরিয়ার পুনর্গঠন ও পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা অর্জনের আশা করছেন।

আসাদের পতনের পর থেকে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের পরিবর্তে সিরিয়ার নতুন সরকার পশ্চিমা ও আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে ঝুঁকেছে। তবে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতা ও আইএস হামলার মধ্যেই শারাকে ঐক্যবদ্ধ সিরিয়া গঠনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

সম্প্রতি সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে আইএস-বিরোধী অভিযান চালিয়ে ৭০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইএসের নতুন হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পরই এ অভিযান চালানো হয়।

শেয়ার করুন