এম এ মতিন (নওগাঁ প্রতিনিধি) :
নওগাঁর মান্দায় পরানপুর হাই স্কুলের অ্যাডহক কমিটির সদ্য প্রয়াত সভাপতি মরহুম এস এম শাহাদৎ হোসেনের স্মরণে এক শোকসভা ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও নওগাঁ জেলা শাখার সম্মানিত আমীর খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।
, উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ মোস্তফা আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সম্মানিত আমীর ও গণেশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মোঃ আমিনুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা মোঃ ইলিয়াস খাঁন। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গুণীজনেরা। সভায় বক্তারা মরহুম এস এম শাহাদৎ হোসেনের শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ জীবন, সামাজিক অবদান এবং মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও পরিশ্রমী মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার ত্যাগ ও অবদান আজীবন এলাকাবাসীর মনে স্মরণীয় হয়ে থাকবে।শোকসভায় বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে রাজনৈতিক বিবেচনায় অযোগ্য ব্যক্তিদেরকে কমিটির সভাপতি করা হয়, যা মোটেই কাম্য নয় আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদেরকে সভাপতি মনোনয়ন করতে হবে ,যাতে শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান উন্নয়ন হয়। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।#