শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষকদের দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে  শিক্ষক সংগঠনগুলো। মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আগামী ১২ই অক্টোবর হতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হবে ।
শুক্রবার (৩ অক্টোবর ) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ও আহ্বায়ক মোঃ মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন
জানা যায়, গত ১৩ আগস্টে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে  দেলোয়ার হোসেনের “জাতীয়করণ প্রত্যাশী জোট” জাতীয় প্রেসক্লাবের সামনে একটি শিক্ষক সমাবেশ করেছিলো। লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ঐ দিন মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনা শেষে তাদের দাবি দাওয়া মেনে নেন। তিনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও এসব সুবিধা বৃদ্ধির প্রজ্ঞাপন না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন।এমতবস্থায় ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’  শিক্ষক-কর্মচারীদের এসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে ১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকেরা তাদের মূল বেতনের শতভাগ সরকার থেকে পেলেও ভাত পান যৎসামান্য। পৃথিবীর সবদেশ জনগণের মৌলিক অধিকার শিক্ষা গ্রহণের শতভাগ ব্যায় সরকার থেকে বহন করে। তবে স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও এ সুবিধা পায়নি বাংলাদেশী শিক্ষার্থী । ১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান একযোগে দেশের সকল  প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলো। আজ ২০২৫ সালে ড. মুহাম্মদ ইউনূসের আমলেও মাধ্যমিক স্তর রয়ে গেছে বে-সরকারি । ভাতা পেতে তাই এমপিওভুক্ত শিক্ষকদের এমন কর্মসূচি।
শেয়ার করুন