নেত্রকোণার মোহনগঞ্জে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে পার্শ্ববর্তী এলাকার কয়েকজন বকাটে হামলা করে নিরাপত্তা প্রহরীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নের খুরশিমূল গ্রামের যুব সংঘ দুর্গাপূজা মণ্ডপে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূজার আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ওই সময় পার্শ্ববর্তী এলাকা থেকে নেশাগ্রস্ত কয়েকজন যুবক মণ্ডপে প্রবেশ করে জোরপূর্বক নাচানাচি শুরু করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজনের ওপর অতর্কিতে হামলা চালান।
পূজা মণ্ডপের সভাপতি অমিত দাস বলেন, “১০-১৫ জন যুবক সারারাতই নৃত্য করতে চাইছিল। রাত ২টার পরও তারা অনুষ্ঠান বন্ধ করতে রাজি ছিল না। বাধা দিলে তারা চেয়ার ভাঙচুর করে এবং এক মালপিনে হামলা করে। এ ঘটনায় আনুমানিক ৫ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছে।”
ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনগঞ্জ উপজেলা বিএনপি ও জামায়াতের কিছু নেতৃবৃন্দ। মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোফাজ্জল হোসেন (সবুজ) জাতীয় গণমাধ্যম ‘বাংলার চোখ’কে বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি ক্ষুন্ন হওয়ার যেন কোনো সুযোগ না দেওয়া হয়।
এদিকে মোহনগঞ্জ উপজেলা বিএনপির নেতা আ. খ. ম. শফিকুর রহমান বলেন, “এ ধরনের ঘটনার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব। যারা সামাজিক শৃঙ্খলা বিনষ্ট করেছে তাদের তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
নিরাপত্তার দায়িত্বে থাকা আনছার কর্মী বলেন আমরা তাদের প্রাথমিক বাধা দিয়ে থামাতে পারেনি পরে এলাকাবাসী এসে তাদেরকে এখান থেকে বিতারিত করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও আহতদের দ্রুত চিকিৎসার দাবি জানিয়ে এলাকাবাসী ও পূজা কমিটি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।