শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মান্দায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন (ডিসি) আঃ আউয়াল 

এম এ মতিন (জেলা প্রতিনিধি, নওগাঁ ) :
নওগাঁর মান্দায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেন নওগাঁ সুযোগ্য জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল আউয়াল।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মান্দা উপজেলার কামারকুড়ি বৈরাগী পাড়া, প্রসাদপুর বাজার সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় ডিসির সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওরোজ ইকবাল বৈশাখ, মান্দা থানা তদন্ত কর্মকর্তা আব্দুল গনী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, সারা দেশের ন্যায় নওগাঁ জেলাতেও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে মন্ডপ গুলো পরিদর্শন করা হচ্ছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি বলেন
সরকার ও প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পূজার আনুষ্ঠানিকতা ও বিসর্জন শেষ করতে হবে। সবশেষে তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে পূজা উদযাপন কর্তৃপক্ষের হাতে উপহার তুলে দেন।
শেয়ার করুন