শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝড়ে রাঙ্গামাটিতে নৌকা ডুবে শিশুসহ নিহত ২, নিখোঁজ ১

ঝড়ে রাঙ্গামাটিতে নৌকা ডুবে শিশুসহ নিহত ২, নিখোঁজ ১

রাঙ্গামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশু এখনো নিখোঁজ। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে মাইনীমুখের এফআইডিসি এলাকায় ফিরছিল একটি নৌকা। কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় থাকা ৫ জনের মধ্যে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়। বাকি দুজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়। ঘটনার পরপরই স্থানীয়রা এক শিশুর মরদেহ উদ্ধার করে। এরপর আজ বুধবার সকালে নিখোঁজ নারী শিরিনা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় নিখোঁজ অপর শিশু মাসুমকে (৫) উদ্ধারে কাজ চলছে।

স্থানীয় স্কুল শিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার ৫ জন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালীতে আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন জানান, গতকাল রাত আটটার পর আকস্মিক ঝড়ো বাতাসে অনেকগুলো স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। তার মধ্যে গুলশাখালী এলাকায় নৌকা ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় একটি শিশু এখনো নিখোঁজ রয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শেয়ার করুন