ইয়াছিন চৌধুরী (নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নাসিরনগরে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পি. টিএ মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রিয়তোষ আচার্য্য।প্রধান অতিথি ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এ. কে. এম কামরুজ্জামান মামুন।সভা পরিচালনা করেন—ডা. জীবন চন্দ্র দাস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেয়াজ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরিজ।
সভায় বক্তব্য রাখেন, চাতলপাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান বাবুল,উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হাসনা হেনা,উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোল বাহার, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একে এম তাকিউল ইসসাম।
সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন ভুইয়া, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক,বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ছালেক,ফান্দাউক ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম,ফান্দাউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলগীর শাহ,গোয়ালনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল কাসেম,ভলাকোট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছু তালুকদার,চাতলপাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত খান,উপজেলা মহিলা নেত্রী সেলিনা আক্তার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন তালুকদার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ মঈন,নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ তপু,নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,উপজেলা তরুণ দলের আহ্বায়ক দৌহিদ মিয়া,উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক নিজাম আলম।
সভা শেষে প্রধান অতিথি এড. এ. কে. এম কামরুজ্জামান মামুন এবং প্রধান বক্তা কে এম বশির উদ্দিন তুহিন উপস্থিত পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।