নারায়নগঞ্জ প্রতিনিধি :
জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৬ দফা দাবিতে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত সারাদেশে সকল জেলা/উপজেলায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর-২০২৫, শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানা, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা ও সোনারগাঁও থানায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়েছে।
সোনারগাঁও থানা শাখায় সকাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন সোনারগাঁও থানা সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনীত এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, বাদ জুমা ফতুল্লা থানা শাখার উদ্যোগে মাসদাইর পৌর কবরস্থান থেকে চাষাঢ়া শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
থানা সভাপতি কামরুল হাসান পায়েলের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে চিটাগাংরোড মিনার মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেতৃত্ব দেন থানা সভাপতি নুর মোহাম্মদ খান। বাদ আছর বন্দর বাজার শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে বন্দর রেললাইন পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, প্রমুখ নেতৃবৃন্দ।