মোহাম্মদ গোলাম মোস্তফা :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে হোসানুর রহমান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হোসানুর রহমান ওই গ্রামের শামীম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে হোসানুর বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে সে নিখোঁজ হয়ে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”
শিশুর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।