শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মান্দায় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মান্দায় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এম এ মতিন (নওগাঁ প্রতিনিধি) :

নওগাঁর মান্দায় উপজেলা বিএনপির উদ্যোগে আসন্ন দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে শান্তিপূর্ণভাবে সর্বজনীন দূর্গোৎসব পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

আজ শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে আসন্ন দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে শান্তিপূর্ণভাবে সর্বজনীন দূর্গোৎসব পালনের লক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বকরেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সহসভাপতি একেএম নাজমুল হক নাজু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন জানান, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে তাদের ধর্মীয় শারদীয় দূর্গোৎসব পালন করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে সকল নেতা-কর্মীদের সহযোগিতার আহবান জানান ।

শেয়ার করুন