আখতার হোসাইন খান :
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির (রেজিঃ নং এস-১২০৬৮) তিন দফা দাবী বাস্তবায়ন ও “শিক্ষকের মর্যাদার জয় হোক” স্লোগানকে সামনে রেখে রায়পুর উপজেলার ২নং উঃ চরবংশী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কাউন্সিলে মো. ফিরোজ আলম (ঘাসিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়) সভাপতি, মো. জুবায়ের হোসেন (সিকদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়) সাধারণ সম্পাদক এবং রাজিয়া সুলতানা লিয়া (২নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয়) সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আ. ছোবহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন ফাতেমা খানম (প্রধান শিক্ষক, মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোবারক হোসেন রোমান, জাহাঙ্গীর হোসাইন (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক), ফারুক বেপারি ও মিয়া মো. রুবেল (ঘাসিয়ারচর সপ্রাবি) প্রমুখ।
সভাপতিত্ব করেন মুজাহিদুল ইসলাম (সহকারী শিক্ষক, চরবংশী মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
কমিটি গঠনে অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করায় মুজাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক নেতারা। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিন দফা দাবী বাস্তবায়নে নবগঠিত ২নং উঃ চরবংশী ইউনিয়ন কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।