হাটহাজারী প্রতিনিধি :
হাটহাজারীতে মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি নস্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে মো. শাহাদাত হোসেন (৪৫), মো.সুমন (৩৬), মো.আরিফ (৩৫) এবং মো.শওকত (৪২) নামের চার ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকালের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় চার ব্যক্তি মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন তথ্যের ভিক্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় মো.শাহাদাত হোসেন, ফতেপুর ইউনিয়নের মৃত শফিকুর রহমান, মো.সুমন একই ইউনিয়নের জোবরা গ্রামের মাহবুবুল আলম, মো.আরিফ একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবদুল হাদি এবং মো.শওকত হাটহাজারী এলাকার মো.আলীর পুত্রসহ চারজনকে চারশত টাকা অর্থদন্ড ও পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান মঙ্গলবার রাত আটটার দিকে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাটহাজারী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে





