২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মার্কিন বিচার বিভাগকে তদন্তের আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, পাঁচ বছর আগের সেই নির্বাচন “কারচুপি করে চুরি করা হয়েছিল”। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছিলেন। খবর আনাদোলুর।
রোববার (২৬ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “কারচুপি করে তাস খেলা এনবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ হচ্ছে নির্বাচনে ডেমোক্র্যাটদের কারচুপি! ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল চুরি করা—এটাই মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি।”
পোস্টে তিনি আরও দাবি করেন, “দেশ এখন এক দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ প্রেসিডেন্টের হাতে পড়েছে, যার কারণে আমেরিকা সংকটে।”
ট্রাম্প বিচার বিভাগকে উদ্দেশ করে বলেন, “আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এই কেলেঙ্কারির তদন্তে নামতে হবে। যদি তদন্ত না হয়, তাহলে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একই ঘটনা আবারও ঘটবে।”
এ সময় ট্রাম্প আগাম ভোটের বিরোধিতা ও ভোটার পরিচয়পত্র আইন বাস্তবায়নের পক্ষে অবস্থান নেন। ক্যালিফোর্নিয়ার ডাকযোগে ব্যালট ব্যবস্থার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, “লাখ লাখ ব্যালট পাঠানো হচ্ছে, যা নির্বাচনী জালিয়াতির সুযোগ বাড়াচ্ছে।”
পোস্টের শেষে রিপাবলিকান নেতাদের উদ্দেশে ট্রাম্প লেখেন, “বুদ্ধি খাটাও রিপাবলিকানরা, সময় থাকতে ব্যবস্থা নাও।”





