মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“সালমানকে ভালোবেসে ক্যারিয়ার ধ্বংস: ডন”

ঢালিউডের অমর নায়ক সালমান শাহর রহস্যময় মৃত্যু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি তার অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অপর একটি আসামি (৪ নম্বর) হলেন খল অভিনেতা আশরাফুল হক ডন।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই দুই আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। জানা যায়, ডন দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।

দেশের একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, “সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাব কেন? আমি বাসাতেই আছি। দু-এক দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করব। ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুরাহা হওয়া দরকার।”

ডন আরও বলেছেন, “যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, অভিনয়ের সুযোগের আশায় হার্টথ্রব সালমান শাহর সঙ্গে জুটি গড়েছিলাম। আমি তাকে আনন্দে রাখতে চেষ্টা করেছি, কিন্তু সালমানকে ভালোবেসেই আমার ক্যারিয়ারের উত্থান-পতন সইতে হয়েছে। আজও সেই ক্ষত পূর্ণভাবে ভালো হয়নি।”

তিনি সালমান শাহকে ভালোবাসার কারণে দীর্ঘদিনের যন্ত্রণা প্রকাশ করে বলেন, “আমিও মানুষ, আমারও বাঁচতে ইচ্ছে করে। সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে, আমি করিনি। সত্য একদিন প্রকাশ পাবে, কিন্তু তা দেখার সৌভাগ্য হবে কি না জানি না।”

মৃত্যুর আগে সালমানের সঙ্গে শেষ সাক্ষাতের কথা তুলে ধরে ডন বলেন, “৩০ আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। সালমান জানিয়েছিল, ৩ সেপ্টেম্বর ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ে অংশ নেবে। আমি খবর পৌঁছে দিই। দুই দিনের ফাঁকে বগুড়ায় যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি। এরপর ৬ সেপ্টেম্বর হঠাৎ খবর পেলাম—সালমান শাহ আর নেই।”

শেয়ার করুন