শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সকালে রোদ, সকাল সাড়ে ৯টার পর মেঘ জমতে শুরু করেছে ঢাকায়

‘মন্থা’ বর্তমানে অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছে। বুধবার রাতের দিকে এটি ভারতের ছত্তিশগড় রাজ্যে নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যদিও মন্থা দুর্বল হয়েছে, তবুও এর প্রভাব বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে রয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের তিনটি বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টির মাত্রা বেশি হবে না। এই ধরনের বিচ্ছিন্ন বৃষ্টি দুইদিন ধরে চলতে পারে।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীতে সকালটা রোদে ভরা ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিকে আকাশে মেঘ জমতে শুরু করে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, “ঢাকায় আজ বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে শহরের আশপাশের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু অংশেও বৃষ্টি হতে পারে। এটি মূলত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ঘটছে।”

অধিদপ্তরের সূত্র জানিয়েছে, বৃষ্টির একমাত্র কারণ মন্থা নয়; একই সময়ে আরব সাগরে নতুন একটি নিম্নচাপও সৃষ্টি হয়েছে। এই দুই প্রভাব মিলিত হয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সৃষ্টি করছে।

তিনি আরও জানিয়েছেন, শুক্রবার ও শনিবারও কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

শেয়ার করুন