বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শৈলকুপায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাজমুল এইচ খান,  ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় কিশোরীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মহত্যা প্রবণতা হ্রাস, নারী নির্যাতন প্রতিরোধ এবং বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’ (ইরেসপো) এর উদ্যোগে এ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম।

প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পাশাপাশি সরকারি প্রণোদনার অংশ হিসেবে একজন শিক্ষার্থীকে একটি বাইসাইকেল ও কয়েকজন শিক্ষার্থীকে চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা কিশোরীদের উদ্দেশে বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি। এসব রোধে শিক্ষার কোনো বিকল্প নেই। তারা আত্মবিশ্বাসী হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন ও সাহসী হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন