ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত জানিয়েছেন, শর্ত মিলে গেলে তিনি শাকিব খানের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে কোনোভাবেই দুই বা তার বেশি নায়িকা থাকা সিনেমায় অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, “শাকিব খানের সঙ্গে কাজের আলোচনা বা গুঞ্জন যেহেতু উঠেছে, নিশ্চয়ই দর্শকরা কিছু একটা দেখতে পাবেন। তবে আমি সব সময় এক নায়িকা থাকা সিনেমাতেই কাজ করতে চাই।”
তিনি আরও যোগ করেন, “আমি কখনো দুই নায়িকার সিনেমা করিনি, ভবিষ্যতেও করব না। এমন অনেক প্রজেক্ট আমি নিজেই বাদ দিয়েছি, কারণ সেটা আমার পছন্দ না। এতে কেউ ভালো বলুক, খারাপ বলুক, আমি আমার সিদ্ধান্তে অটল।”
মিষ্টি জানান, “শাকিব খানকে আমি স্পষ্ট বলেছি—আমি কেবল সিঙ্গেল নায়িকা হিসেবে কাজ করতে চাই। কারণ দুই নায়িকার সিনেমায় নানা জটিলতা তৈরি হয়, যা আমি পছন্দ করি না।”
তবে তিনি এও বলেন, “মানুষ ধরে নিয়েছে ‘ধামাকা’ মানেই শাকিব খান থাকবেন—এটা পুরোপুরি তাদের ধারণা। আমি কোথাও সেটা বলিনি।”
অভিনেত্রী আরও জানান, তিনি কখনোই কোনো প্রযোজকের কাছে অনুরোধ বা তদবির করে সিনেমায় কাজ করতে চান না। “আমি রিকোয়েস্ট করে সিনেমা করি না, এটা আমার স্বভাব নয়। আমার নিজের সম্মানবোধ আছে,” বলেন মিষ্টি জান্নাত।





