শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে ফুট ওভারব্রিজ এর মানব বন্ধন

কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে ও নিরাপদ সড়ক এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তির্গ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন। সাহেবগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, জার্মান বিএনপি’র যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।

বক্তারা বলেন, সাহেবগঞ্জ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় ও উল্টো পথে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ১৯ অক্টোবর একই স্থানে দত্তকুশা গ্রামের উপসহকারী প্রকৌশলী রবিন ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হন।
তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ ও স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “জনস্বার্থে এ দাবিটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন