রাজধানীর রামপুরায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আহত আমির হোসেন নামে এক যুবকের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় (গত বছরের ১৯ জুলাই) গুলিবিদ্ধ এই যুবক বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিজের জবানবন্দি দেন।
আমির হোসেন আদালতে বলেন, ওইদিন গুলির ভয় পেয়ে তিনি নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় আশ্রয় নেন। পরে তিনজন পুলিশ সদস্য তার পিছু নিয়ে ছাদে উঠে আসে। নিজেকে বাঁচাতে তিনি ছাদের একটি রড ধরে ঝুলে পড়েন। এ সময় পুলিশ সদস্যরা পরপর ছয় রাউন্ড গুলি চালালে তার একটি গুলি পায়ে বিদ্ধ হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন।
সাক্ষ্যগ্রহণ চলাকালে অভিযুক্ত এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারোয়ার জাহান জেরা করেন। জেরার সময় আদালতের অনুমতিতে সাক্ষীর প্যান্ট খুলে লুঙ্গি পরানো হয় এবং তার পায়ের গুলির ক্ষতচিহ্ন পর্যবেক্ষণ করেন আইনজীবী।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্য রেকর্ড করা হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ মুলতবি ঘোষণা করেন।





