শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউপিএস-এর একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে লুইসভিলের মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের ইউপিএস ওয়ার্ল্ডপোর্ট থেকে হনোলুলুর উদ্দেশে উড্ডয়নকালে বিমানটি বিধ্বস্ত হয়। খবর (এপি)

চোখে দেখা ভিডিওচিত্রে দেখা গেছে, বিমানটি রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনে পুরো বিমানের বাম ডানা জ্বলতে থাকে এবং ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। আশপাশের একটি ভবনের ছাদও ক্ষতিগ্রস্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র জনাথন বিবেন জানান, এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত ১১ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কেনটাকির গভর্নর অ্যান্ডি বাশিয়ার বলেন, ১৯৯১ সালে নির্মিত ম্যাকডনেল ডগলাস এমডি-১১ মডেলের ওই বিমানে থাকা তিনজন ক্রু সদস্যের অবস্থাও এখনও অনিশ্চিত

লুইসভিলেই ইউপিএসের সবচেয়ে বড় পার্সেল হ্যান্ডলিং সেন্টার অবস্থিত, যেখানে প্রতিদিন প্রায় ৩০০ ফ্লাইট পরিচালিত হয় এবং ঘণ্টায় চার লাখের বেশি পার্সেল বাছাই করা হয়

এক বিবৃতিতে ইউপিএস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনার তদন্তের দায়িত্ব ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) গ্রহণ করবে।

দুর্ঘটনার পর বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যা বুধবার সকাল পর্যন্ত পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই।


লুইসভিল পুলিশ প্রধান পল হামফ্রি বলেন, “সাইটটি নিরাপদ করতে কত সময় লাগবে তা আমরা এখনই বলতে পারছি না।”

গভর্নর বাশিয়ার আরও জানান, বিধ্বস্ত বিমানের আঘাতে ‘কেনটাকি পেট্রোলিয়াম রিসাইক্লিং’ নামের একটি প্রতিষ্ঠান এবং পাশের একটি অটো পার্টস ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাস্তার ওপারে একটি ধাতু পুনর্ব্যবহার ব্যবসা পরিচালনাকারী টম ব্রুকস জুনিয়র বলেন, দুর্ঘটনার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দেখলে মনে হতো যেন যুদ্ধক্ষেত্র।

দুর্ঘটনার পর বিমানবন্দরের উত্তর অংশ থেকে ওহাইও নদী পর্যন্ত এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের নিজ নিজ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিমানবন্দরটি লুইসভিল শহরের কেন্দ্র থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে, যেখানে আশেপাশে আবাসিক এলাকা, পার্ক ও জাদুঘর রয়েছে।

শেয়ার করুন