শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেট্রোরেল ও ঢাকার ফ্লাইওভারগুলোর বিয়ারিং প্যাড পর্যবেক্ষণে রিট

রাজধানীর মেট্রোরেলসহ ঢাকার সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জনস্বার্থে এই রিট আবেদনটি দাখিল করেন।

রিটে উল্লেখ করা হয়েছে, গত রোববার ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যু এবং এর আগেও একই ধরনের ঘটনা ঘটায় সাধারণ মানুষ আতঙ্কিত।

ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, “কেবল মেট্রোরেল নয়, ঢাকায় বিস্তৃত সব ফ্লাইওভারেও হাজারো বিয়ারিং প্যাড রয়েছে। এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়া ও নির্মাণ ত্রুটি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ আছে। এসব বিষয় খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের অনুরোধ জানিয়েছি।”

রিটে সড়ক ও জনপথ বিভাগ, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং মেট্রোরেলের বিয়ারিং প্যাড সরবরাহকারী ইতালি-থাই কোম্পানিকে বিবাদী করা হয়েছে।

রিটটির শুনানি হাইকোর্টের এনেক্স ভবনের ১২ নম্বর কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

শেয়ার করুন