মোহাম্মদ গোলাম মোস্তফা, জামালপুর প্রতিনিধি :
বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বকশীগঞ্জ বাসস্ট্যান্ডে মাফি পরিবহনের নিজস্ব কাউন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মাফি পরিবহনের পরিচালক মাহমুদুল হাসান ও ম্যানেজার শাহিনুজ্জামান শাহীন উপস্থিত থেকে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
বক্তব্যে ম্যানেজার শাহিনুজ্জামান শাহীন বলেন, “ঢাকাগামী যমুনা পরিবহনের চালক ও স্টাফদের মারধর এবং অর্থ হাতিয়ে নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যমুনা পরিবহনের ম্যানেজার রেজুয়ান আহমেদ আমাদের ব্যবসায়িক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছেন।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে মাফি পরিবহন যাত্রীসেবায় সুনাম ধরে রেখেছে। কিন্তু সম্প্রতি প্রতিদ্বন্দ্বী পরিবহনের প্ররোচনায় আমাদের গাড়ির নির্ধারিত সময়সূচি পরিবর্তন করেছে বকশীগঞ্জ বাস মালিক সমিতি। এটি আমাদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থে সরাসরি আঘাত।”
সংবাদ সম্মেলনে শাহীন অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাঁকে হেয় করারও চেষ্টা চলছে। তিনি বলেন, “আমাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, অথচ আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমার রাজনৈতিক অবস্থান সম্পর্কে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ভালোভাবেই জানেন।” তিনি আরও বলেন, “আমরা রাজনীতি নয়, ব্যবসা করি। যাত্রীসেবার মান উন্নয়ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ দুঃখজনক।” সবশেষে মাফি পরিবহনের পক্ষ থেকে জানানো হয়, তারা এসব মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি বাস মালিক সমিতির প্রতি অনুরোধ জানানো হয়— পূর্বের নিয়ম অনুযায়ী পরিবহনের সময়সূচি পুনর্বহাল করার জন্য।





