ভোলা প্রতিনিধি :
ভোলায় মোহনা টিভির জেলা প্রতিনিধি জসিম রানার ওপর অতর্কিত হামলার ঘটনায় প্রধান আসামি মো. সবুজ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার মামলা করা হয়েছে।
হামলা ঘটেছে গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ভোলা সদর মডেল থানাধীন দক্ষিণবঙ্গ পলিটেকনিক্যাল কলেজের সামনে। হামলায় জসিমের ডান হাতের তর্জনীতে গভীর ক্ষত তৈরি হয়। বর্তমানে তিনি ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এজাহার সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর সাংবাদিক জসিম সবুজের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার একটি সংবাদ প্রকাশ করেন। এরপর থেকে সবুজসহ কয়েকজন তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে জসিমের সঙ্গে আসামিদের দেখা হলে কথা-কাটাকাটি হয়। উত্তেজিত হয়ে সবুজ হাতে থাকা দা দিয়ে জসিমের মাথায় কোপ মারে। জসিম হাত তুলে আঘাত ঠেকানোর চেষ্টা করলে ডান হাতের তর্জনী কেটে যায়। এছাড়া অন্যান্য আসামিরা তাঁকে কিলঘুষি মারেন এবং পকেটে থাকা ৫,৬০০ টাকা ছিনিয়ে নেন। স্থানীয় লোকজন পরে জসিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং প্রধান আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।





