মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেনাপোলে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :
বেনাপোল: খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র সদস্যরা বেনাপোল পোর্ট থানার দৌলতপুর বিওপি এলাকা থেকে একটি পিস্তলসহ এক যুবককে আটক করেছে। আটক যুবকের নাম আতাউর রহমান, তিনি দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশঙ্কা করা হয় যে আতাউর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র সংরক্ষিত আছে। 이 ২১ বিজিবির অধিনায়ক লেঃ মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি’র দিক নির্দেশনায় দৌলতপুর বিওপির একটি টহল দল রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করে।

পুলিশ অভিযানকালে সীমান্ত পিলার ১৭/৯ এর কাছে দৌলতপুর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে আসামীর ঘরের পাশের ধানের গোলার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল উদ্ধার করে। আটককৃত যুবককে পরে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন