মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ গোলাম মোস্তফা

জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুর সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী, সদস্য সচিব তানজীর আহমেদ সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী, নিলাখিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন এবং সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে প্রত্যেক যুবদল কর্মীকে মাঠে নামার আহ্বান জানানো হয়।

এসময় বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জনগণের ভোটাধিকারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেয়ার করুন