বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নারোডস্কিকে নিয়ে মন্তব্যের জেরে ক্রামনিকের বিরুদ্ধে ফিদে তদন্ত

আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) সাবেক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্রামনিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এর পেছনে কারণ, ক্রামনিক সম্প্রতি প্রয়াত মার্কিন গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোডস্কিকে অনলাইনে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে প্রমাণ ছাড়াই প্রকাশ্য মন্তব্য করেছিলেন।

ফিদের প্রেসিডেন্ট আর্কাদি দ্ভোরকোভিচ বুধবার জানিয়েছেন, ক্রামনিকের মন্তব্যগুলো সংস্থার নৈতিকতা ও শৃঙ্খলা কমিশনের কাছে পাঠানো হয়েছে। প্রমাণ পেলে জনসম্মুখে নারোডস্কির প্রতি হয়রানি বা মানহানিকর আচরণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, নারোডস্কির স্মৃতিতে ফিদে একটি বিশেষ পুরস্কার চালু করবে।

রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ক্রামনিক ২০০০ সালের শুরুর দিকে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। ২০২৪ সালের অক্টোবর থেকে তিনি অনলাইনে নারোডস্কির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন, কিন্তু কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হন। নারোডস্কি মৃত্যুর আগে তার লাইভস্ট্রিমে বলেছিলেন, ক্রামনিকের অভিযোগ মানসিকভাবে তার ওপর গভীর প্রভাব ফেলেছে।

দাবা সম্প্রদায়ের শীর্ষ খেলোয়াড়রা ক্রামনিকের আচরণকে সমালোচনা করেছেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন এটিকে “ভয়াবহ” উল্লেখ করেছেন। হিকারু নাকামুরা ও নিহাল সারিনও অভিযোগ করেছেন, ক্রামনিক ইচ্ছাকৃতভাবে নারোডস্কির সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিলেন।

এর আগে ক্রামনিক বহু শীর্ষ দাবাড়ুকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। ২০২৩ সালে চেস.কম তার ব্লগ বন্ধ করে দেয়। এছাড়া চেক প্রজাতন্ত্রের গ্র্যান্ডমাস্টার ডেভিড নাভারাও তার অভিযোগের শিকার হন।

ড্যানিয়েল নারোডস্কি ২০০৭ সালে অনূর্ধ্ব-১২ বিশ্ব চ্যাম্পিয়ন হন এবং ২০১৩ সালে মাত্র ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে ইতিহাসে স্নাতক হন এবং বিশ্বের শীর্ষ ২০০ দাবাড়ুর মধ্যে ছিলেন।

শেয়ার করুন