শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪০

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এ নৌকাটি ডুবে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৪০ অভিবাসী তিউনিসিয়ার মাহদিয়া উপকূলের কাছাকাছি এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দেশটির এক কর্মকর্তা এ ঘটনাটিকে ২০২৪ সালের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৭০ জন অভিবাসী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়।

তিউনিসিয়া বর্তমানে ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ভালো জীবনের সন্ধানে ইউরোপে পৌঁছাতে চাওয়া এসব মানুষের জন্য দেশটি প্রধান পথ হয়ে উঠেছে।

তিউনিশিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার। অধিকাংশ অভিবাসী এই দ্বীপকে ভূমধ্যসাগর পাড়ির প্রথম নোঙর পয়েন্ট হিসেবে বেছে নেন।

প্রতি বছর হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিতে চেষ্টা করেন। বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হন।

দেশটির স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এ সময়ে নৌকাডুবিতে নিহত বা নিখোঁজ হয়েছেন ৬০০ থেকে ৭০০ অভিবাসী। ২০২৩ সালে এই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১,৩০০ জনেরও বেশি অভিবাসী।

শেয়ার করুন