বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টঙ্গীর মসজিদের খতিব হাত-পা বাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মহিবুল্লাহ মাদানীকে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড বাজার এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সদর থানা পুলিশ তাকে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুল্লাহ।

পরিবারের সদস্যরা জানান, বুধবার ফজর নামাজ শেষে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন মাওলানা মহিবুল্লাহ। সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে ওই রাতে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার খুতবায় মাওলানা মহিবুল্লাহ সমাজে নৈতিক অবক্ষয়ের বিষয়ে বক্তব্য দিতেন এবং ইসকনসহ কিছু সংগঠনের কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা করতেন। সম্প্রতি এসব বক্তব্যের পর থেকেই তিনি হুমকি পাচ্ছিলেন বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, “মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।”

শেয়ার করুন