নিউইয়র্ক নগরের ডেমোক্র্যাটিক দলের মেয়রপ্রার্থী জোহরান মামদানি তার প্রতিদ্বন্দ্বীদের ইসলামভিত্তিক আক্রমণের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার ব্রঙ্কসের একটি মসজিদের বাইরে তিনি বলেন, তার বিরোধীরা ‘ঘৃণাকে সামনে নিয়ে আসছেন’, যা শুধুমাত্র তার নয়, নিউইয়র্কের প্রায় ১০ লাখ মুসলিমের আবেগকেও আঘাত করছে।
আগামী ৪ নভেম্বরের নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে দেওয়া এই বক্তব্যে জোহরান আরও উল্লেখ করেন, একজন মুসলিম নির্বাচিত কর্মকর্তার প্রতি অসম্মান কেবল তার নয়; নিউইয়র্কের বহু মানুষই এর শিকার। তিনি বলেন, “আমরা এই অসম্মান কতটা সহ্য করি, সেটিই পার্থক্য তৈরি করে।”
জোহরান অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বীরা বিভিন্ন প্রচারণার মাধ্যমে তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তিনি নিজের ব্যক্তিগত কষ্টের উদাহরণও তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ৯/১১-এর পর তার খালার নিরাপত্তাহীনতা এবং কর্মস্থলে হিংসাত্মক আচরণ।
প্রসঙ্গত, তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এক রেডিও অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন, যা মুসলিম ভোটারদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। মুসলিম অধিকার নিয়ে কাজ করা ‘সিএআইআর অ্যাকশন’-এর নির্বাহী পরিচালক বাসিম এলকারা কুমোর এই আচরণকে ‘ঘৃণ্য ও বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেন।
আগামী ভোটের আগে জোহরান ইতোমধ্যেই নিউইয়র্কের শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পেয়েছেন, যার মধ্যে রয়েছেন হাকিম জেফ্রিজ, আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ, এবং বার্নি স্যান্ডার্স। তবে কিছু প্রভাবশালী নেতা সিনেটর চাক শুমারের মতো সমর্থন দেননি।
সাম্প্রতিক জরিপ অনুযায়ী, জোহরান ভোটারের ৪৩.২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন। তার পিছনে অবস্থান করছেন স্বতন্ত্রপ্রার্থী কুমো (২৮.৯%) এবং রিপাবলিকান স্লিওয়া (১৯.৪%), বাকিরা অনিশ্চিত বা অন্য প্রার্থীকে ভোট দেবেন। জরিপে দেখা গেছে, ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় হলো জীবনযাত্রার ব্যয়, জননিরাপত্তা এবং সাশ্রয়ী আবাসন।
বাংলার চোখ নিউজ





