মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রদল দোষ স্বীকার করে রাজনীতি করে- রাকিব

আশিকুর রহমান, জবি প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা বলি না যে আমাদের শতভাগ নেতাকর্মী জুবায়েদ ও সাম্যের মতো নৈতিক চরিত্রের নয়। কিছু খারাপ আছে। আমরা সেটা স্বীকার করে রাজনীতি করি।

আজ রোববার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদ মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু এবং জোবায়েদ হোসেনের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, “কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী।” তিনি জোর দিয়ে বলেন, “আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছি।” তিনি জুবায়েদ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয়দের ভূমিকা ও শিক্ষার্থীদের প্রতিবাদের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিহত নেতাকর্মীদের স্মরণ এবং ছাত্রদলের ওয়েল এক্টিভিস্ট হিসেবে তাদের ভূমিকার প্রশংসা করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির তার বক্তব্যে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। তবে জুলাই পরবর্তী সময়ে সাম্য ও জুবায়েদের মতো নেতাকর্মীদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম হাসিবকে স্বৈরাচার মুক্তির জন্য ভূমিকা রাখার জন্য স্মরণ করেন এবং জুবায়েদ হত্যার দ্রুত ও সঠিক বিচারের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত বিচার ট্রাইবুনালে মামলাটি দেওয়ার জন্য আইনি সহায়তা প্রস্তুত করেছে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় এই আয়োজনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো রইছ উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো শেখ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন