চীনের কমিউনিস্ট পার্টি অভিজ্ঞ কর্মকর্তা ঝাং শেংমিনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদে নিযুক্ত করেছে। এটি দেশের সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদলের অংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে।
সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) দ্বিতীয় উপ-চেয়ারম্যান হিসেবে ঝাংকে ঘোষণা করা হয়েছে চার দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর। তিনি প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রথম উপ-চেয়ারম্যান ঝাং ইয়ৌশিয়ার পর তৃতীয় গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব নেবেন।
কয়েক দিন আগে ৯ জন জেনারেলকে সামরিক কমিশন থেকে বহিষ্কার করা হয়েছে; তাদের বিরুদ্ধে গুরুতর আর্থিক অপরাধের অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু দুর্নীতিবিরোধী অভিযান নয়, বরং শি জিনপিংয়ের সামরিক নিয়ন্ত্রণ দৃঢ় করার রাজনৈতিক পদক্ষেপও হতে পারে।
ঝাং শেংমিন, ৬৭, পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্সের জেনারেল। দীর্ঘদিন ধরে তিনি দুর্নীতি দমন শাখায় দায়িত্ব পালন করেছেন এবং সামরিক শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতার জন্য পরিচিত। তিনি ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন।
একই বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টি নতুন পাঁচ বছর মেয়াদি নীতি নথি অনুমোদন করেছে। এতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতা, প্রতিরক্ষা আধুনিকীকরণ, পরিবেশবান্ধব জ্বালানি ও ভোক্তা ব্যয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, নীতি নথির তাৎপর্যযুক্ত দিক হলো যুক্তরাষ্ট্রের চিপ ও সফটওয়্যার নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে চীনের প্রযুক্তি খাতের স্বনির্ভরতা বৃদ্ধি।





