বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ: ভিপি পদে এগিয়ে ছাত্রদল 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ১৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল মোট ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল থেকে ফল ঘোষণা শুরু হয়।

প্রকাশিত ফলাফলের অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব ১,৬৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির সমর্থিত মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ১,৪২৪ ভোট। ফলে রাকিব ভিপি পদে ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, জিএস ও এজিএস পদে মোট ভোটে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। জিএস-এ আব্দুল আলিম আরিফ ১,৫৮৭ ভোট ও খাদিজাতুল কুবরা ৭৯৩ ভোট পেয়েছেন। এজিএস-এ মাসুদ রানা ১,৪৬৬ ও বি এম আতিকুর রহমান তানজিল ১,২৯৭ ভোট পেয়েছেন।

ভিপি প্রার্থী রাকিবের কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব: ভূগোল ৯১, নৃবিজ্ঞান ১১৮, লোক প্রশাসন ১৩২, ফার্মেসি ৫৩, ফিন্যান্স ২৩১, অনুজীব বিজ্ঞান ৪৬, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৩৯, সিএসই ৯৪, চারুকলা ১০৬, বায়োকেমিস্ট্রি ৫৭, দর্শন ১৭৫, প্রাণিবিদ্যা ১২৮, মার্কেটিং ১৮৭, বোটানি ২১৬।

রিয়াজুল ইসলামের কেন্দ্রভিত্তিক ভোট: ভূগোল ১০০, নৃবিজ্ঞান ১২৮, লোক প্রশাসন ১২২, ফার্মেসি ৭৮, ফিন্যান্স ১৩৮, অনুজীব বিজ্ঞান ৮৭, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৫১, সিএসই ১০৬, চারুকলা ২১, বায়োকেমিস্ট্রি ৮৯, দর্শন ১১১, প্রাণিবিদ্যা ১২৮, মার্কেটিং ২০০, বোটানি ৬৫।

জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফের কেন্দ্রভিত্তিক ভোট: ভূগোল ৯০, নৃবিজ্ঞান ১২৩, লোক প্রশাসন ১২৩, ফার্মেসি ৮৩, ফিন্যান্স ১৬৩, অনুজীব বিজ্ঞান ৮৫, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৪৬, সিএসই ১১২, চারুকলা ১৮, বায়োকেমিস্ট্রি ৯৮, দর্শন ১৩৫, প্রাণিবিদ্যা ১৫৪, মার্কেটিং ২১৪, বোটানি ১৪৩।

এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল: ভূগোল ৪৫, নৃবিজ্ঞান ১২৬, লোক প্রশাসন ১০৬, ফার্মেসি ৪৫, ফিন্যান্স ১৭৮, অনুজীব বিজ্ঞান ৪০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৩০, সিএসই ৮০, চারুকলা ৮২, বায়োকেমিস্ট্রি ৪২, দর্শন ১২৪, প্রাণিবিদ্যা ১০৮, মার্কেটিং ১৫৩, বোটানি ১৩৮।

এজিএস প্রার্থী মাসুদ রানা: ভূগোল ৯৮, নৃবিজ্ঞান ১০২, লোক প্রশাসন ১৩০, ফার্মেসি ৭৮, ফিন্যান্স ১৬৩, অনুজীব বিজ্ঞান ৮১, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৪২, সিএসই ১০৫, চারুকলা ১২, বায়োকেমিস্ট্রি ৯০, দর্শন ১১৯, প্রাণিবিদ্যা ১৩১, মার্কেটিং ১৯৫, বোটানি ১২০ ভোট পেয়েছেন।

জকসু নির্বাচনের ভোট গণনা আগে যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন পদ্ধতিতে গণনা শুরু হলেও সম্পূর্ণ শেষ করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে পুনরায় ভোট গণনা শুরু হয় এবং বুধবার সকাল ৭:৩০ টায় প্রথম ফলাফল ঘোষণা করা হয়।

শেয়ার করুন