মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং এক ধরনের ভূখণ্ডগত বিভাজন ধরে রাখতে পারার প্রস্তাব উপস্থাপন করেছেন, যা বাস্তবায়িত হলে মস্কো ইউক্রেনের বিস্তীর্ণ কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে
ট্রাম্প বলেন, “মানুষ হত্যা বন্ধ করো, এখনই বাড়ি ফিরে যাও — দুই পক্ষকে এখনই লড়াই বন্ধ করতে হবে। ভূমি-সংক্রান্ত বিবাদ পরে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।” তিনি ডনবাস নিয়ে বলেন, “এলাকাটি যেভাবে এখন বিভক্ত আছে, সেভাবেই থাকুক।” ট্রাম্প আরও উল্লেখ করেন যে, ডনবাসের প্রায় ৭৮ শতাংশ ইতিমধ্যে রুশ নিয়ন্ত্রণে চলে এসেছে—তবে চূড়ান্ত সমাধান পাওয়া কঠিন হবে বলে তিনি সতর্ক করেছেন।
ট্রাম্পের এই আহ্বানের প্রেক্ষিতে কিয়েভ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এনবিসি নিউজকে জানিয়েছেন, তিনি চান ট্রাম্প পুতিনের ওপর আরও কড়া চাপ প্রয়োগ করুক। জেলেনস্কি বলেন, “পুতিন কিছুটা হামাসের মতো — কিন্তু আরও শক্তিশালী।
জেলেনস্কি আরও জানিয়েছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে দীর্ঘ‑পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছেন। ট্রাম্প এই অনুরোধে ‘না’ বলেননি, তবে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ ও ‘না’ উভয়ই বলেননি; তিনি বারংবার বলেছেন যে যুক্তরাষ্ট্রকে জাতীয় নিরাপত্তার স্বার্থে নিজস্ব টমাহক মজুত রাখতে হবে।
ট্রাম্প বলেছেন তিনি শিগগিরই (আগামী কয়েক সপ্তাহে) হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন—এমনটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে—যার মাধ্যমে কূটনৈতিক কোনো উদ্যোগকে ত্বরান্বিত করার সম্ভাবনা রয়েছে।
(সূত্র: আল জাজিরা)





