বাংলাদেশের সুপরিচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। টেলিভিশন নাটক থেকে শুরু করে ওয়েব ফিল্মে তার অভিনয় দক্ষতা দর্শকের মন জয় করেছে। সম্প্রতি কলকাতায় একটি নতুন প্রজেক্টের শুটিং শুরু করার পর থেকেই দুই বাংলার বিনোদন জগতে নতুন গুঞ্জন শুরু হয়েছে। ‘কারাগার’ সিনেমার খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রীর কলকাতা সফর ইতিমধ্যেই বিশেষ মনোযোগ অর্জন করেছে।
ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে তাসনিয়াকে ওপার বাংলার দর্শক ও বিনোদন শিল্পের অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাংলাদেশ ভালো আছে। আমাদের দেশে নানা ভালো কাজ হচ্ছে, আমি নিজেও তাতে অংশ নিচ্ছি। কলকাতায় সিনেমার বাজেট আগের তুলনায় অনেক বেড়েছে। যদিও হলের সংখ্যা নিয়ে কিছু প্রশ্ন থেকে গেছে, সব মিলিয়ে পরিস্থিতি ইতিবাচক।”
‘অন্ধকার সময়’ সিনেমা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাসনিয়া যোগ করেন, “আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই, তাই এই ধরনের বিষয় নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। একজন শিল্পীর জন্য এমন জটিল বিষয়ে কথা না বলাই শ্রেয়।” দুই দেশের সংস্কৃতি ও সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ও মর্যাদাপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, “এ ধরনের হাইপোথেটিক্যাল চিন্তা করা আমার পছন্দ নয়। আমি আমার দেশ নিয়ে গর্বিত, এবং সেই গর্ব করার যথেষ্ট কারণ আছে।” গর্বের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “আমাদের মুক্তিযুদ্ধ আমাদের পরিচয় ও ইতিহাসে অঙ্গভুত। আমরা কঠোর সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। আলাদা দুই দেশ হলেও আমাদের সম্পর্কের বন্ধন এখনও অটুট। একে অপরের সঙ্গে সুস্থ আলোচনা ও সহযোগিতা বজায় রাখা সবসময় গুরুত্বপূর্ণ।”
২৩ অক্টোবর নতুন প্রজেক্টের শুটিংয়ের জন্য কলকাতায় গিয়েছিলেন তাসনিয়া। সেখানে তার দেখা হয় ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। তাদের একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। তাসনিয়া কিছু দিনের মধ্যে দেশে ফেরার কথা জানিয়েছেন।





