বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাক্তন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মন্তব্য করেছেন যে—বর্তমান সরকার জনগণের ভোটের মাধ্যমে নয়, বরং শক্তি ও প্রয়োগকৃত সহিংসতার মাধ্যমে ক্ষমতায় এসেছে। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে, বিচার ব্যবস্থা অস্থিতিশীল, এবং নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আজকের আওয়ামী লীগ দুর্নীতির আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে না।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।
আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যে বিশাল মাত্রার দুর্নীতি হয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন। তিনি অভিযোগ করেন যে, বিদেশে অর্থ পাচারের মাধ্যমে সরকারের শীর্ষ নেতৃত্ব নিজেদের দুর্নীতির কীর্তি প্রতিষ্ঠিত করেছে।
তিনি জনগণকে সতর্ক করার আহ্বান জানান, কারণ সরকারের লোকজন গ্রামে গ্রামে গিয়ে নারীদের ভুল তথ্য দিয়ে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। নারীদের ভয়ে ভোট দিতে প্ররোচিত করা হচ্ছে এবং নির্দিষ্ট প্রতীককে (ধানের শীষ) অপবাদ দিয়ে সমর্থন কমানোর প্রচেষ্টা চলছে। তিনি বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন যে, দলীয় টিম করে বাড়ি বাড়ি গিয়ে নারীদের সঙ্গে কথা বলা, দেশ ও বিএনপির আগামী পরিকল্পনা তুলে ধরা এবং ৩১ দফা নীতি ব্যাখ্যা করা জরুরি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহ্মেদ কবিরাজ। সঞ্চালনা করেন আমির হোসেন ছৈয়াল ও গাজী মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ.বি.এম. জিলানী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খায়ের আলম ও শাহারিয়ার ফয়সাল।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা গাজী মোস্তফা কামাল, ইমাম হোসেন গাজী, আরিফ মাহমুদ কবির সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ।
সভা শেষে নেতারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে একযোগে মাঠে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।





